ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ
কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় আজ (১৬ জুন) সকাল থেকে ময়মনসিংহের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বিশ্বাস জানান, আজ সকাল ৯টার দিকে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেন কিশোরগঞ্জ রেলস্টেশনের কাছে এসে লাইনচ্যুত হয়।
পুলিশ কর্মকর্তার বরাতে আমাদের ময়মনসিংহ সংবাদদাতা জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে, কিশোরগঞ্জগামী ট্রেন ‘প্রভাতী এক্সপ্রেস’ গচিহাটা রেলস্টেশন এবং চট্টগ্রামগামী ট্রেন ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ময়মনসিংহের ঈশ্বরদী রেলস্টেশনে আটকে রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে টেনে তোলার কাজ শুরু করেছে।
Comments