বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আন্দ্রে রাসেল
ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। সেই চোট এখনো পুরোপুরি সারেনি তার। রোববার ম্যাচের আগের দিন ওয়েস্ট ইন্ডিজ পুরোদমে অনুশীলন করলেও দেখা যায়নি রাসেলকে। পরে অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, এই অলরাউন্ডার এখনো আছেন পর্যবেক্ষণে।
সোমবার সকালে বাংলাদেশের বিপক্ষে নামছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মতই চার ম্যাচে এক জয়, দুই হার আর বৃষ্টিতে পাওয়া এক পয়েন্ট নিয়ে সমান ৩ পয়েন্টে আছে ক্যারিবিয়ানরা।
সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের মতই অনেকটা বাঁচা মরার ম্যাচ তাদের। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রাসেলকে নিয়ে শক্ত আশাবাদ শোনাতে পারেননি উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, 'কালকের আগে আমরা সিদ্ধান্তে আসতে পারছি না। গতকাল তাকে দেখেছি। আজ (রোববার) সকালেও দেখলাম, তার উন্নতি হচ্ছে ভালোই।’
তবে খেলতে পারবেন কিনা, রাসেলই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে জানান হোল্ডার, ‘কাল সকালে ওর থেকেই চূড়ান্ত সিদ্ধান্তটা পাব।'
হোল্ডারদের চোট সমস্যা আছে আরও। ম্যাচের আগের দিন নেটে ব্যাট করতে গিয়ে সামান্য চোট পেয়েছেন এভিন লুইস। তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। তবে বিস্ফোরক এই ওপেনারকে নিয়ে চিন্তা দেখছেন না হোল্ডার, ‘হ্যাঁ। নেটে কয়েকজন ব্যথা পেয়েছি, এমনকি আমিও পেয়েছি। কিন্তু সে (লুইস) ভালো আছে।'
Comments