কী বলছে টন্টনের আকাশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন টস করতে নামছেন মাশরাফি বিন মর্তুজা তখনও টন্টনের আকাশে ঘন মেঘ। আবহাওয়ার পূর্ভাবাস বলছে, এমন মেঘ থাকবে দিনভর কিন্তু বৃষ্টি হয়ে ঝরার সম্ভাবনা কম। বেলা বাড়লে মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদের হাসি। অর্থাৎ মেঘ-রোদের লুকোচুরি খেলা চলবে ম্যাচজুড়ে।
গত দুদিনেও টন্টনে দেখা গেছে এমন রোদ-মেঘের খেলা। আকাশে এই ঘন কালো মেঘ করেছে-বৃষ্টি ঝরেছে টিপটিপ তো খানিক পরই সব মেঘ উধাও। দেখা দিয়েছে ঝলমলে রোদ। বাংলাদেশ দলও অনুশীলনের সময় পেয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। তাতে অনুশীলন বন্ধ হয়নি। এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও তাই খেলা একেবারে বন্ধ হওয়ার সম্ভাবনা কম।
সোমবার (১৭ জুন) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। নির্দিষ্ট সময়ে হয়েছে টস। আর তা জিতে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং। মানে দাঁড়াল, আগে ব্যাট করবে ক্যারিবিয়ানরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
বিশ্বকাপের মাঝ পথে এসে বাংলাদেশ ও উইন্ডিজ প্রায় একই বিন্দুতে অবস্থান করছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে একটিতে। তার সঙ্গে একটি করে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুদলেরই পয়েন্ট ৩। তাই শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের।
গত কয়েকদিন যাবত বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা নিয়ে বেশ আলোচনা চলছিল। রুবেল হোসেন ও লিটন কুমার দাসের অন্তর্ভুক্তি নিয়ে বেশ গুঞ্জন ছিল। তবে একটি পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে ঢুকেছেন লিটন। মেহেদী হাসান মিরাজের জায়গায় রুবেলকে একাদশে নেওয়ার ভাবনা থাকলেও ক্যারিবিয়ানদের স্পিন দুর্বলতার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সে ভাবনা থেকে সরে আসা হয়েছে।
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।
Comments