মমতার সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আন্দোলনকারীরা তাদের জেনারেল বডির বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
পশ্চিমবঙ্গের নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনার পর আন্দোলনে নামেন রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ছবি: স্টেটসম্যান/এএনএন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আন্দোলনকারীরা তাদের জেনারেল বডির বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

তাদের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসকদের দাবি মেনে আগামী তিন দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সবটা করতে কিছু সময় লাগবে সেই সময় তাকে দিতে চাই। তাই মানুষের অসুবিধার কথা ভেবে কাজ ফিরছি। আজ এখন থেকেই কাজ শুরু করব।

এর আগে সন্ধ্যা ছয়টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষ করে নীল রতন সরকার মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দল।

গত ১১ জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। নীল রতন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে ১০ জুন রাতে রোগীর স্বজনরা আক্রমণ করেন। তাতেই গুরুত্বর আহত হন ওই চিকিৎসক। এরপর থেকেই আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেও গোটা রাজ্যে পুরো সপ্তাহ ধরে রোগীরা ফিরি গিয়েছেন সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ থেকে। পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মমতার সঙ্গে চিকিৎসকদের আলোচনা ইতিবাচক, সঙ্কট সমাধানের ইঙ্গিত

আরও পড়ুন: সমগ্র ভারতে চিকিৎসক ধর্মঘট, বিপদে বাংলাদেশি রোগীরাও

আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের আলোচনার শর্ত নিয়ে এখনো মুখ খুলেননি মমতা

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে হবে গণমাধ্যমের সামনে, শর্ত ডাক্তারদের

আরও পড়ুন: কলকাতার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতার দূরত্ব বাড়ছেই

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে প্রায় ৩০০ চিকিৎসকের গণপদত্যাগ

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago