উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়ের হাইলাইটস
দারুণ এক সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। সবচেয়ে বড় কথা, বড় লক্ষ্য তাড়ায় কখনোই রানের গতিতে ভাটা পড়তে দেননি তিনি। আর মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পেয়ে বিশ্বকাপের অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন কুমার দাসও। তুলে নেন ঝড়ো এক হাফসেঞ্চুরি। পৌঁছে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তেও। তাতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্যটাও হয়ে যায় মামুলি। ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ও বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। ফলে শেষ চারের আশা ভালোভাবেই জিইয়ে রাখল বাংলাদেশ।
টন্টনে সোমবার (১৭ জুন) শুরু থেকেই সাবলীল ব্যাট করেন সাকিব। ৯৯ বলে অপরাজিত ১২৪ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে ১৬টি চারে ইনিংস সাজান এ অলরাউন্ডার। তবে ক্যারিবিয়ান বোলারদের ওপর আগ্রাসনে সাকিবকে ছাড়িয়ে যান লিটন। ৬৯ বলে করেন হার না মানা ৯৪ রান। শ্যানন গ্যাব্রিয়েলের করা ৩৮তম ওভারের প্রথম তিন বলে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৮টি চার ও ৪টি ছক্কা মারেন লিটন। আর চতুর্থ উইকেট জুটিতে দুজনে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
উইন্ডিজ: ৫০ ওভারে ৩২১/৮ (গেইল ০, লুইস ৭০, হোপ ৯৬, পুরান ২৫, হেটমায়ার ৫০, রাসেল ০, হোল্ডার ৩৩, ব্রাভো ১৯, থমাস ৬*; মাশরাফি ০/৩৭, সাইফউদ্দিন ৩/৭২, মোস্তাফিজ ৩/৫৯, মিরাজ ০/৫৭, মোসাদ্দেক ০/৩৬, সাকিব ২/৫৪)।
বাংলাদেশ: ৪১.৩ ওভারে ৩২২/৩ (তামিম ৪৮, সৌম্য ২৯, সাকিব ১২৪*, মুশফিক ১, লিটন ৯৪*; কটরেল ০/৬৫, হোল্ডার ০/৬২, রাসেল ১/৪২, গ্যাব্রিয়েল ০/৭৮, থমাস ১/৫২, গেইল ০/২২)।
Comments