কোপা চ্যাম্পিয়ন চিলির কাছে বিধ্বস্ত অতিথি জাপান
অতিথি দল হিসেবে কোপা আমেরিকায় খেলতে গিয়ে নিজেদের প্রথম ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে এশিয়ার পরাশক্তি জাপান। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলির কাছে পাত্তাই পায়নি তারা।
সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ জুন) সকালে 'সি' গ্রুপের ম্যাচে জাপানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চিলি। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে নেয় ২০১৫ ও ২০১৬ আসরের টানা চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৪১তম মিনিটে গোল করে চিলিকে উল্লাসে মাতান এরিক পালগার। বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এদুয়ার্দো ভারগাস। এরপর ৮৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই স্ট্রাইকার। তার আগের মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন চিলির সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ।
ভারগাস এখন কোপা আমেরিকার ইতিহাসে চিলির সর্বোচ্চ গোলদাতা। এই প্রতিযোগিতায় মোট ১২ গোল করেছেন তিনি। কোপার সবশেষ দুই আসরেই সর্বোচ্চ গোলদাতা (২০১৫ সালে যৌথভাবে ও ২০১৬ সালে এককভাবে) হয়েছিলেন তিনি।
বড় জয় দিয়ে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চিলি। কোপায় সর্বোচ্চ ১৫ বারের শিরোপাজয়ী উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।
আগামী শুক্রবার (২১ জুন) পরের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টায় উরুগুয়ে খেলবে জাপানের বিপক্ষে। পরদিন একই সময়ে চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের।
Comments