খাঁচা থেকে বেরুতে পারলেন না, পানির নিচে জীবন দিলেন জাদুশিল্পী
কলকাতার একজন জাদুশিল্পী জাদু দেখাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। গত রবিবার সন্ধ্যার আগে কলকাতার অদূরে হাওড়া ব্রিজের কাছে জাদু দেখাতে গিয়েছিলেন ওই জাদুশিল্পী।
সেদিন থেকেই নিখোঁজ ছিলেন জাদুশিল্পী চঞ্চল লাহিড়ী। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়। আজ (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় দিকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
রবিবার বিকালের পর প্রিন্সেপঘাটের সামনে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করেন চঞ্চল লাহিড়ী। তিনি মূলত প্রখ্যাত জাদুশিল্পী হুডিনির মতো একটি তালাবদ্ধ কাঁচের ঘরে ঢুকে নদীতে তলিয়ে যান এবং জাদু দেখিয়ে বাইরে বের হন। এদিনও একইভাবে জাদু দেখাতে গিয়েছিলেন তিনি।
চঞ্চল লাহিড়ী জাদু দেখানোর আগে তার স্ত্রীকে হাওড়া ব্রিজের ওপর দাঁড় করিয়ে রাখেন। বলেন, “আমি ওই কাঁচের বাক্স থেকে বের হয়ে তোমাকে হাত নেড়ে দেখাবো।”
সেই কথা মতো ভাড়া করা ইঞ্চিনচালিত নৌকা থেকে তাকে হাত পা ও চোখ বেধে তালাবদ্ধ কাঁচের ঘরে ভরে ফেলে দেওয়া হয়। কিন্তু, প্রায় ১০ মিনিট অতিবাহিত হলেও তিনি বাইরে বের হতে পারেননি। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। গত তিন দিন অনুসন্ধান করে পুলিশ আজ সকালে তার মরদেহ খুঁজে পায় রামকৃষ্ণপুর ঘাট জেটির সামনে।
চঞ্চল লাহিড়ী প্রায় ১৫ বছর ধরে জাদুশিল্পের সঙ্গে জড়িত। কলকাতা ছাড়াও রাজ্যের বহু জায়গায় এইভাবে জাদু দেখাতেন তিনি। অদৃশ্য হওয়ার মতো বহু জাদু দেখিয়ে শিরোনাম হয়েছেন গণমাধ্যমে।
কিন্তু, এবার তিনি পানির তলায় বন্ধ কাঁচের ঘরের ভেতর থেকে অদৃশ্য হয়ে ভেসে ওঠার জাদু দেখাতে গিয়ে জীবন থেকেও অদৃশ্য হয়ে গেলেন।
Comments