টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
শঙ্কা কাটিয়ে ইয়ন মরগানই ইংল্যান্ডের হয়ে টস করতে এলেন। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পিঠে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ব্যাটিংও করেননি। মাঝের বিরতিতে সুস্থ হয়ে উঠলেও মাঠে নামা নিয়ে ছিল দোলাচল। তা উড়িয়ে দিয়ে মাঠে ফিরে টস জিতে নিলেন ইংলিশ দলনেতা। উইকেট ব্যাটিং উপযোগী মনে হওয়ায় বেছে নিলেন ব্যাটিং। অর্থাৎ, আগে ফিল্ডিং করতে হবে আফগানিস্তানকে।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১টি। ইংল্যান্ড জয়ী: ১টি, আফগানিস্তান জয়ী: ০টি।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১টি। ইংল্যান্ড জয়ী: ১টি, আফগানিস্তান জয়ী: ০টি।
Comments