পোল্ট্রি ও মাছের বিষাক্ত খাবার তৈরির দায়ে ১০ জনের কারাদণ্ড

mobile court
১৮ জুন ২০১৯, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ এলাকায় এই অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

ট্যানারির বর্জ্যের সঙ্গে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে পোল্ট্রি ও মাছের খাবার তৈরির অপরাধে ১০ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও, এ ঘটনায় তাদেরকে ২৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে গতরাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালানো হয়। আজ (১৯ জুন) তিনি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সারওয়ার আলম আরও জানান, অভিযানে ওই এলাকা থেকে ২ হাজার ৮০০ টন বিষাক্ত পোল্ট্রি ও মাছের খাবার জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরে ছয়টি কারখানা সিলগালা করে দেওয়া হয়।

Comments