মাঠ ভেজা, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হয়নি টস
বার্মিংহামের আকাশ মেঘলা। তবে বৃষ্টি ঝরছে না। দিনের পরের ভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু আউটফিল্ড ভেজা। সে কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
বুধবার (১৯ জুন) এজবাস্টনে মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও ফাফ দু প্লেসির দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। তবে ভেজা মাঠের কারণে তা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে দুই আম্পায়ার নাইজেল লং ও ইয়ান গুল্ড মাঠ পরিদর্শন করেন। তবে তাদের কাছে আউটফিল্ডের অবস্থা সন্তোষজনক মনে হয়নি। তাই বাংলাদেশ সময় বিকাল ৪টায় ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
বিশ্বকাপের পয়েন্ট তালিকার তিনে নিউজিল্যান্ড। তাদের অর্জন ৭ পয়েন্ট। চার ম্যাচের প্রথম তিনটিতে টানা জয় পাওয়ার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কিউইদের সবশেষ ম্যাচটি। অন্যদিকে, আট নম্বরে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা পাঁচ ম্যাচ থেকে পেয়েছে মাত্র ৩ পয়েন্ট।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৭০, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪১টি, নিউজিল্যান্ড জয়ী: ২৪টি, পরিত্যক্ত: ৫টি।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৭, দক্ষিণ আফ্রিকা জয়ী: ২টি, নিউজিল্যান্ড জয়ী: ৫টি।
Comments