অসিদের হারিয়ে লিমুজিনে চড়ার সেই স্মৃতি ফেরাতে চান মাশরাফি

mashrafe mortaza
ছবি: বিসিবি

২০০৫ সালের ১৮ জুন। কার্ডিফের সোফিয়া গার্ডেনে তখনকার প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেদিন দলের হয়ে প্রথম উইকেটটি নিয়েছিলেন আজকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর রাতে টিম হোটেলের সামনে মাশরাফিরা দেখলেন তাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য দাঁড়িয়ে লিমুজিন গাড়ি।

১৪ বছর পর ব্রিটেনের মাটিতেই আরেকটি জুন মাসে আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। সেই অবিস্মরণীয় জয়ের মাঝের এই সময়ে অস্ট্রেলিয়াকে আর কখনো ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। সেই দলের একমাত্র মাশরাফিই এখনো খেলছেন বাংলাদেশের হয়ে।

বিশ্বকাপের কঠিন লড়াইয়ে অসিদের বিপক্ষে নামার আগে মধুময় সে স্মৃতি মনে করলেন বাংলাদেশ অধিনায়ক, কার্ডিফের সেই রাতটা নটিংহ্যামে ফেরাতেও চান তিনি, ‘মনে হয় অ্যাডাম গিলক্রিস্টকে আমিই আউট করেছিলাম। ওই রাতে হঠাৎ দেখলাম হোটেলের সামনে একটি লিমুজিন দাঁড়িয়ে। এবং বাকিরা বসে আছে। চমৎকার স্মৃতি অবশ্যই। ওইসময় দিন রাতের সব স্মৃতি আমার মনে আছে। আশা করছি কালও এরকম আরেকটি দিন আসবে। কিন্তু সেজন্য আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

কার্ডিফে ওই জয়ের পর ২০১৭ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পথেও এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফ ভেন্যু থেকে ভালো কিছু মেলেনি। স্রেফ উড়ে গিয়েছিল ইংলিশ ব্যাটিং তাণ্ডবে। এই কারণে পুরনো স্মৃতি যে কেবল সুখানুভূতির বাইরে কিছু নয় তাও জানেন মাশরাফি,  ‘কার্ডিফে বরাবরই ভালো খেলেছি। এবার সেটা হলো না। কিন্তু আমি বিশ্বাস করি অতীতের কিছুই আগামীতে তেমন কাজে লাগে না। নতুন দিন, নতুন ম্যাচ। প্রথম থেকেই শুরু করতে হয়।’

অস্ট্রেলিয়ার সঙ্গে আর জেতা হয়নি। তবে ওদের বিপক্ষে ওয়ানডেও খেলা হয় না হরহামেশা। ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের বিপক্ষে দুই ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। অধিনায়কের চোখে জয়ের সংখ্যা না বাড়ানোর সেটাও একটা কারণ, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে অনেক দিনের বিরতি হয়ে গেছে (জয়ের)। তাদের সঙ্গে আমাদের ম্যাচও খুব বেশি হয়নি, এটাও সত্যি কথা। সাম্প্রতিক অতীতে, আমাদের দল যখন বিশ্বাস করতে শুরু করেছি যে আমরা যে কোনো দলকে হারাতে পারি, তার পর অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি।'

 

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago