এরকম ঘটনা যেনো আর না ঘটে: সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ তার ভাগনে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে আজ (২০ জুন) ভোরে উদ্ধার করা হয়েছে জানিয়ে আশা করেন যে এরকম ঘটনা যেনো আর না ঘটে।
আজ সকাল ৬টার দিকে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। সেসময় তিনি সৌরভের মায়ের বরাত দিয়ে জানান যে সৌরভকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ভোর সাড়ে ৫টার দিকে কেউ একজন সৌরভের মাকে ফোন দিয়ে জানান একটি গাড়ি থেকে সৌরভকে নামিয়ে ফেলে রেখে যাওয়া হয়েছে। যারা ফোন করেছিলেন তারা সৌরভকে নিরাপদ আশ্রয়ে রেখেছেন বলেও জানান।
সেসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সবাই যারা তাদের মা-বাবার কাছে আজকে নেই তারা যেনো ফিরে আসে।”
এদিকে, গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশ সুপার শাহ আবিদ উদ্ধার হওয়া সৌরভকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
এর আগে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, অপহরণকারীরা সৌরভকে তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় ভোর ৫টার দিকে ফেলে রেখে যায়। “খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং ঢাকায় পাঠিয়ে দেয়,” যোগ করেন ওসি।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী সৌরভকে বন্দর নগরী চট্টগ্রামের আফমি প্লাজা থেকে গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে অপহরণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফোন পেয়ে সৌরভ সেখানে তার বায়োডাটা জমা দিতে গিয়েছিলো বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়। কিন্তু, এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
Comments