দুবার এগিয়ে গিয়েও উরুগুয়েকে হারাতে পারেনি জাপান
ম্যাচের দুই অর্ধে দুবার এগিয়ে গেল জাপান। হাল ছেড়ে না দিয়ে দুর্দান্ত খেলে দুবারই সমতায় ফিরল কোপা আমেরিকার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দুদল।
বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) সকালে পোর্তো অ্যালেগ্রেতে উরুগুয়ে এবং জাপানের মধ্যকার 'সি' গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এশিয়ার পরাশক্তিদের হয়ে জোড়া গোল করেন মিডফিল্ডার কিজো মিয়োশি। উরুগুয়ের পক্ষে লক্ষ্যভেদ করেন লুইস সুয়ারেজ ও হোসে জিমেনেজ।
তবে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল উরুগুয়ে। ৫৯ শতাংশ বল দখলে রাখে তারা। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও আধিপত্য ছিল লুইস সুয়ারেজ-এদিনসন কাভানিদের। তাদের নেওয়া ২৯টি শটের ১০টিই ছিল লক্ষ্যে।
আগের ম্যাচে বর্তমান কোপা চ্যাম্পিয়ন চিলির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া জাপানের জন্য এমন ফলটা আশাপ্রদই বটে। অন্যদিকে, পয়েন্ট খোয়ালেও উরুগুয়ের শেষ আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল। কারণ, আগের ম্যাচে তারা ইকুয়েডরের জালে বল জড়িয়েছিল চারবার।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে উরুগুয়ে। দুই নম্বরে থাকা চিলির অর্জন ১ ম্যাচে ৩ পয়েন্ট। ২ ম্যাচ খেলা জাপানের পয়েন্ট ১। গ্রুপের তলানিতে ইকুয়েডর। তাদের নামের পাশে কোনো পয়েন্ট নেই।
আগামীকাল শনিবার (২২ জুন) এই গ্রুপের অন্য ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হবে চিলি ও ইকুয়েডর। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার লড়বে চিলি-উরুগুয়ে, জাপান-ইকুয়েডর।
Comments