কুমিল্লা ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে

fire
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চার ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) অভ্যন্তরীণ একটি কারখানার আগুন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ইতাশিয়া ইন্টারলাইনিং (বিডি) লিমিটেড নামের একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানার সকল কর্মীকে নিরাপদে বের করে আনা হয় বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মী জানান, চারতলা বিশিষ্ট কারখানাটির নীচতলায় আগুন লাগে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Comments