৩০০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৫০,৯৪২ কোটি টাকা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাসস ফাইল ছবি

ঋণ খেলাপিতে দেশের শীর্ষ ৩০০ প্রতিষ্ঠানের তালিকা সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, শীর্ষ এই ৩০০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ৫০ হাজার ৯৪২ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, শীর্ষ এই খেলাপিদের কাছে এ বছরের এপ্রিল পর্যন্ত পাওনার পরিমাণ ছিল ৭০ হাজার ৫৭১ কোটি টাকা ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ ৫২ হাজার ৮৩৭ কোটি টাকা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ এম ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে এসব তথ্য প্রকাশ করেন।

শীর্ষ ১০ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলো হলো: সামানাজ সুপার অয়েল (এক হাজার ৪৯ কোটি টাকা), গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং (৯৮৪ কোটি), রিমেক্স ফুটওয়্যার লি. (৯৭৬ কোটি), কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লি. (৮২৮ কোটি),  মাহিন এন্টারপ্রাইজ লি. (৮২৫ কোটি), রূপালী কম্পোজিট লেদার ওয়্যার (৭৯৮ কোটি), ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লি. (৭৭৬ কোটি), এস এ অয়েল রিফাইনারি (৭০৭ কোটি), সুপ্রভ কম্পোজিট নিট (৬১০ কোটি) ও গ্রামীণ শক্তি (৬০১ কোটি)।

শীর্ষ খেলাপিদের তথ্য প্রকাশের পাশাপাশি ২০০৯ সালের পর থেকে পাঁচ কোটি টাকার বেশি টাকা পাওনা রয়েছে এমন ১৪ হাজার ৬১৭ জনের একটি তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী। এদের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১৮৩ কোটি টাকা।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on interim government

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

8h ago