৩ বছরে খেলাপি ঋণ বেড়েছে ৪৩ হাজার কোটি টাকা
দেশে গত তিন বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ৪৩ হাজার ২১০ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৫ সালের সেপ্টেম্বর পরবর্তী ঋণ খেলাপি পরিস্থিতি নিয়ে আজ সংসদে এই তথ্য জানান তিনি।
ওয়ার্কার্স পার্টির সাংসদ লুৎফুন নেসার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৯ হাজার ১০৫ কোটি টাকা। ২০১৮ সালে এসে এর পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৫ কোটি ১৯ লাখ টাকা।
এই তিন বছরের মধ্যে নতুন করে ৫৮ হাজার ৪৩৬ জন ব্যক্তি ঋণ খেলাপির তালিকায় যুক্ত হয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য থেকে অর্থমন্ত্রী সংসদকে বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে দেশে ১ লাখ ১১ হাজার ৯৫৪ জন ঋণ খেলাপি ছিল। এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৯০ জনে।
লুৎফুন নেসা তার প্রশ্নে ২০০৯ সালের তুলনায় ২০১৮ সালে ঋণ খেলাপির সংখ্যা ও তাদের কাছে প্রাপ্ত ঋণের পরিমাণ জানতে চেয়েছিলেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডেটাবেজে ২০১৫ সালের সেপ্টেম্বরের পূর্বের তথ্য সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ২০০৯ সালের ঋণের তথ্য পাওয়া সম্ভব হয়নি।
Comments