চার সপ্তাহের মধ্যে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি বিএনপির
খালেদা জিয়ার মুক্তি আন্দেোলন বেগবান করতে আগামী চার সাপ্তাহের মধ্যে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার কথা বলেছে বিএনপি।
আজ শনিবার সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আজকে স্থায়ী কমিটির সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করার জন্যে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী চার সাপ্তাহের মধ্যে দেশের সকল বিভাগীয় শহরে দেশনেত্রীর মুক্তির দাবিতে কর্মসূচি গ্রহন করা হবে।”
বিভাগীয় শহরের এই এই কর্মসূচিগুলোতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান ফখরুল।
তিনি বলেন, “এই চার সাপ্তাহের মধ্যে ঢাকা শহরে দল, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসমূহের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।”
কর্মসূচির ধরন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, “বিভাগগুলোতে গণতান্ত্রিক যেসব কর্মসূচি আছে যেমন বিক্ষোভ সমাবেশ, সমাবেশ ইত্যাদি হবে।”
Comments