ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াইয়ের হাইলাইটস

ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। শেষ তিন উইকেটে যথাক্রমে ৪৭, ৩৪ ও ৪১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। কিন্তু বহুদিন মনে রাখার মতো এক ইনিংস খেলেও উইন্ডিজকে জয় পাইয়ে দিতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান। তাকে থামিয়ে শেষ হাসি হাসে নিউজিল্যান্ডই।

ম্যাচের শেষ দিকে জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৭ বল। সিঙ্গেল না নিয়ে ৪৯তম ওভারের শেষ বলেই ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ব্র্যাথওয়েট। সীমানা প্রায় পার করেও ফেলেছিলেন। কিন্তু বিধি বাম! সীমানা রেখার একেবারে কাছে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন ট্রেন্ট বোল্ট। আউট হয়ে যান ব্র্যাথওয়েট। নখ কামড়ানো রোমাঞ্চকর এক লড়াই মাত্র ৫ রানে হারে উইন্ডিজ।

শনিবার (২২ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৯১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্র্যাথওয়েটের বীরত্বে ৪৯ ওভারে ২৮৬ রান পর্যন্ত পৌঁছাতে পারে উইন্ডিজ। ৮২ বল খেলে ১০১ রান করেন এই পেস অলরাউন্ডার।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯১/৮ (গাপটিল ০, মুনরো ০, উইলিয়ামসন ১৪৮, টেইলর ৬৯, ল্যাথাম ১২, নিশাম ২৮, ডি গ্র্যান্ডহোম ১৬, স্যান্টনার ১০, হেনরি ০*; কটরেল ৪/৫৬, রোচ ০/৩৮, হোল্ডার ০/৪২, থমাস ০/৩০, ব্র্যাথওয়েট ২/৫৮, নার্স ০/৫৫, গেইল ১/৮)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৮৬ (গেইল ৮৭, হোপ ১, পুরান ১, হেটমায়ার ৫৪, হোল্ডার ০, ব্র্যাথওয়েট ১০১, নার্স ১, লুইস ০, রোচ ১৪, কটরেল ১৫, থমাস ০*; বোল্ট ৪/৩০, হেনরি ১/৭৬, ফার্গুসন ৩/৫৯, নিশাম ১/৩৫, স্যান্টনার ০/৬১, ডি গ্র্যান্ডহোম ১/২২)।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

51m ago