কুলাউড়া ট্রেন দুর্ঘটনায় নিহত ২ জনের পরিচয় শনাক্ত
মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মনোয়ারা পারভীন (৪৮) ও ফাহমিদা ইয়াসমিন (২০)।
মনোয়ারা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের বাসিন্দা আব্দুল বারি মিয়ার স্ত্রী। স্বজনেরা তার লাশ শনাক্ত করেছেন।
নিহত ফাহমিদা সিলেটের মোগলাবাজার থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ নার্স ছিলেন।
আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, দুর্ঘটনায় নিহত অপর এক নারী ও এক পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৬২ জন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অপর ২০ জনকে অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও, মারাত্মক আঘাত পাওয়া ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমাদের সিলেট সংবাদদাতা।
আরও পড়ুন:
Comments