২০ বছরে খেলাপি, অকার্যকর ঋণের পরিমাণ ২.২ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক
খেলাপী ঋণের ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে তারা বলেছে, গত ২০ বছরে ব্যাংকের খেলাপি ও অকার্যকর ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ লাখ ১০ হাজার কোটি টাকা। বিভিন্ন আদালতের আদেশে আটকে আছে ৮০ হাজার কোটি টাকা ও অবলোপন করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে ১০ হাজার ৪৭৬টি হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয়েছে।
এটর্নি জেনারেল মাহমুবে আলম ও ব্যারিস্টার এম মনিরুজ্জামান আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সিলগালা করা এই প্রতিবেদন জমা দেন।
মোট ঋণের দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণখেলাপি ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ নেওয়ার সুযোগ পাবেন—কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালার কার্যক্রমের ওপর ২১ মে জারি করা স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন আদালত।
আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন, এডভোকেট মুনীরুজ্জামান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন, এডভোকেট মনজিল মোরসেদ।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষে রিট আবেদনের পর ঋণ খেলাপীদের সুবিধা দেওয়ার সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা জারি করেন।
Comments