নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেত্রীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বিউটি বেগম কুট্টিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (২৬ জুন) ভোরে উপজেলার চনপাড়া বস্তির সামনে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে পারভেজ আহমেদের বরাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় বিউটি বেগম কুট্টি প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। আজ সকালে হাঁটতে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে চলে যায়। সকাল সাড়ে ৬টায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মাথায় ধারালো অস্ত্রের আঘাতেই বিউটি বেগমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments