সুনির্দিষ্ট পরোয়ানা থাকলে ডিআইজি মিজান গ্রেপ্তার হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন।
আজ (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী’ আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “ডিআইজি মিজান যদি আত্মসমর্পন করতে চান, তাহলে তিনি তা করতে পারবেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ডিআইজি মিজান আত্মগোপনে বিদেশে চলে যেতে পারেন কী-না? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী কোনো মন্তব্য করেননি।
Comments