পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
সকাল থেকে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে ম্যাচ শুরুর আগে তা থেমে যায়। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় নির্দিষ্ট সময়ে হয়নি ম্যাচ, হয়নি টসও। এক ঘণ্টা বিলম্বের পর টস অনুষ্ঠিত হলে তা জিতে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বেছে নিয়েছেন ব্যাটিং। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সাড়ে ৪টায়। এক ঘণ্টা দেরিতে শুরু হলেও কাটা হয়নি কোন ওভার।
নিউজিল্যান্ড ও পাকিস্তান- দুদলেরই হাতে রয়েছে তিনটি করে ম্যাচ। ছয় ম্যাচ খেলে কিউইদের অর্জন ১১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাকিস্তান। তাই সেমি-ফাইনালের স্বপ্ন ধরে রাখতে এ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। অন্যদিকে কোন মতে একটি পয়েন্ট পেলেই সেমি-ফাইনালের টিকেট পাবে কিউইরা।
চলতি বিশ্বকাপের একাদশে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি নিউজিল্যান্ড। একই একাদশ নিয়ে তারা খেলছে এদিনও। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে পাকিস্তান।
তবে মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত দুই দল ১০৬ বার মুখোমুখি হয়েছে। তাতে পাকিস্তানের জয় ৫৪টি। নিউজিল্যান্ডের জয় ৪৮টি। বাকী চারটি ৩টি পরিত্যক্ত ও ১টি টাই। বিশ্বকাপেও এগিয়ে পাকিস্তান। ছয় বারের মোকাবেলায় চার বারই জিতেছে এশিয়ার দলটি।
নিউজিল্যান্ড: কলিন মুনরো, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদি।
Comments