ইতিহাস গড়ে এএফসি কাপের নক-আউট পর্বে আবাহনী
ইতিহাস গড়ে প্রথমবারের মতো মহাদেশীয় প্রতিযোগিতা এএফসি কাপের নক-আউট পর্বে নাম লিখিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড।
বুধবার (২৬ জুন) আসামের গৌহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ভারতীয় ক্লাব এফসি মিনার্ভাকে ১-০ গোলে হারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
নিশ্চিত ড্রয়ের দিকে গড়ানো ম্যাচের ৯৪তম মিনিটে জয়সূচক গোলটি করে আবাহনীকে উল্লাসে মাতান আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইঘানি। চলতি প্রতিযোগিতায় এটি তার তৃতীয় গোল।
এএফসি কাপের গ্রুপ পর্বে এটি আবাহনীর টানা তৃতীয় জয়। এই জয়ে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউট পর্বে নাম লিখিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।
৬ ম্যাচে ৪ জয়, ১ হার ও ১ ড্রয়ে আকাশি-নীলদের অর্জন ১৩ পয়েন্ট। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হলেও বাদ পড়েছে ভারতের ক্লাব চেন্নাইন এফসি।
এদিনই গ্রপের আরেক ম্যাচে চেন্নাইন মুখোমুখি হয়েছিল নেপালের দল মানাং মার্সিংদির। তারা ম্যাচটা জিতেছে ৩-২ গোলে। তবে আবাহনী পূর্ণ পয়েন্ট পাওয়ায় বিফলে গেছে তাদের জয়।
Comments