সুবিধাবঞ্চিতদের অধিকার রক্ষায় বিশেষ নজর দিন: মানবাধিকার কমিশনকে রাষ্ট্রপতি

president abdul hamid
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: ফাইল ফটো

সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গতকাল (২৬ জুন) কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে বঙ্গভবনে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রায় সবগুলো লক্ষ্যের সাথে মানবাধিকারের বিষয়টি জড়িত। যদি আমরা এসডিজি অর্জন করতে চাই তাহলে অবশ্যই মানবাধিকার নিশ্চিত করতে হবে।”

কাজী রিয়াজুল হক মানবাধিকার কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সেই সাথে তিনি রাষ্ট্রপতির কাছে কমিশনের স্থায়ী কার্যালয় নির্মাণসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধিদলে ছিলেন কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম, নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী ও অধ্যাপক আখতার হোসেন।

বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago