এরশাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়
বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন, গত চব্বিশ ঘণ্টায় এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কাযুক্ত নন।
“এরশাদের সংক্রামণ যেনো না বেড়ে যায় সেজন্য চিকিৎসা দেওয়া হচ্ছে” উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, “সাবেক রাষ্ট্রপতির পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।”
আজ (২৭ জুন) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা জানান।
আরো পড়ুন:
Comments