পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

Paturiaghat
২৭ জুন ২০১৯, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক গাড়িকে ফেরি পার হওয়ার অপেক্ষায় থাকতে দেখা যায়। ছবি: স্টার

আজ (২৭ জুন) সকাল থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। বেলা দেড়টার সময় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক এবং রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক গাড়িকে ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায়।

বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সকাল সোয়া পাঁচটা থেকে পৌনে আটটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এবং দুটি ফেরি ডুবোচরে আটকা পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আজমল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা রো রো ফেরি আমানত শাহ এবং রো রো ফেরি শাহ মখদুম পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সকাল নয়টার দিকে মাঝ নদীতে ডুবোচরে আটকে পড়ে।

উদ্ধারকারী জাহাজ দিয়ে আমানত শাহ ফেরিকে সকাল ১১টায় এবং শাহ মখদুম ফেরিকে দুপুর দেড়টায় সেখান থেকে উদ্ধার করা হয় উল্লেখ করে তিনি আরো জানান যে ১৬টি ফেরি এই রুটে চলমান রয়েছে।

পাটুরিয়াঘাট পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের ট্রাফিক ইন্সপেক্টর ফজলুল হক ডেইলি স্টারকে বলেন, “বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এবং দুটি ফেরি ডুবোচরে আটকা পড়ায় পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।”

ফেরি চলাচল স্বাভাবিক থাকলে গাড়ির চাপ সন্ধ্যার আগেই কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago