পাকিস্তানকে রুখতে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে ভারত!
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথের কথা কারও অজানা নয়। মাঠের লড়াইয়ের সঙ্গে কম চলে না কথার লড়াইও। সেই সঙ্গে একে অপরকে বিদ্রূপ করা কিংবা খোঁচা দেওয়ার নজিরও রয়েছে ভুরিভুরি। সেই ধারাবাহিকতায় নতুন এক অভিযোগ তোলার চেষ্টা করেছেন পাকিস্তানের বাসিত আলি।
সাবেক এই মারকুটে ব্যাটসম্যান সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, পাকিস্তান যেন সেমিফাইনালে উঠতে না পারে, সেজন্য বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারতে পারে ভারত!
বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে জিতেছে চারটি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। ফলে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নাম লেখানোর দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। বৃহস্পতিবার (২৭ জুন) তারা মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এরপর ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচ জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
অন্যদিকে, সাত ম্যাচ খেলে পাকিস্তানের অর্জন ৭ পয়েন্ট। শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে তাদেরও। তবে নানা জটিল সমীকরণের মারপ্যাঁচ আছে। নিজেদের ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচগুলোর ফলের দিকে।
তবে বাসিতের ইঙ্গিত, নিজেরা সেমিফাইনালে ওঠার পর ভারতের লক্ষ্য থাকবে পাকিস্তানকে প্রথম পর্ব থেকেই বিদায় করে দেওয়া। আর সে কারণে তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ দুটি ম্যাচে হেরে যেতেও পিছপা হবে না!
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজের একটি অনুষ্ঠানে বুধবার (২৬ জুন) বাসিত বলেন, ‘ভারত এ পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে। আর তারা কখনোই চাইবে না, পাকিস্তান সেমিফাইনালে উঠুক। ভারতের হাতে থাকা ম্যাচগুলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। আর সবাই দেখেছে তারা আফগানিস্তানের বিপক্ষে কীভাবে খেলেছে।’
অনুষ্ঠানটির সঞ্চালক বাসিতের কাছে এমন ইঙ্গিতপূর্ণ কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি যোগ করেন, ‘(হারার পর) মানুষ বলবে না যে তারা ইচ্ছে করেছে হেরেছে। কারণ ভারত এমনভাবে খেলবে যেন মানুষ আঙুল তুলতে না পারে।’
Comments