রিফাতের দেহে সাত আঘাত, মৃত্যুর কারণ ‘অতিরিক্ত রক্তক্ষরণ’
বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা রিফাত শরীফের দেহে সাতটি আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে তিনটি ক্ষত ছিল গভীর। আজ বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে এই কথা উল্লেখ করেন চিকিৎসকরা।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন সদস্যের ময়নাতদন্ত দলের প্রধান ডা. জামিল হোসেন বলেন, রিফাতের মাথায়, ঘাড়ে ও বুকে তিনটি গভীর ক্ষতচিহ্ন ছিল। শরীরের অন্যান্য জায়গায় ছিল আরও চারটি আঘাতের দাগ।
আজ সকাল সাড়ে ১১টায় রিফাতের মরদেহের ময়নাতদন্ত হয়। মৃত্যুর কারণ হিসেবে ডা. জামিল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের কাছে রিফাতকে স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments