হারলেও উইন্ডিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন রোচ

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ভাবেই বিশ্বকাপ শুরু করেছিল উইন্ডিজ। অথচ সে দলটি এরপর আর সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। একের পর এক হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দলটি। তাতে দলটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয় অনেকের মাঝে। তবে পেসার কেমার রোচ মনে করছেন, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিবিয়ানদের।
ছবি: রয়টার্স

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ভাবেই বিশ্বকাপ শুরু করেছিল উইন্ডিজ। অথচ সে দলটি এরপর আর সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। একের পর এক হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দলটি। তাতে দলটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয় অনেকের মাঝে। তবে পেসার কেমার রোচ মনে করছেন, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিবিয়ানদের।

আগের দিন ভারতের কাছে ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে উইন্ডিজ। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় উইন্ডিজের। যদি ব্যাটিং স্বর্গে দারুণ বোলিং করে ভারত ২৬৮ রানে আটকে রেখেছিলেন তারা। যার নেতৃত্ব দিয়েছিলেন কেমার রোচ। ৩৬ রানের খরচায় নিয়েছিলেন ৩টি উইকেট। যাতে ছিল রোহিত শর্মার মতো উইকেটও। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় উল্টো বড় হার দেখতে হয় দলটিকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য আশার কথাই শুনালেন রোচ, 'আমাদের নিজেদের আরও গভীরভাবে দেখতে হবে। এবং এগিয়ে যেতে হবে। আমরা বিদায় নিয়েছি। কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ আছে। আমরা এখনও শিখছি। কিছু তরুণ মেধাবী খেলোয়াড় যেমন শিমরন হেটমায়ের, ওশেন থমাসের মতো খেলোয়াড় আছে যাদের দারুণ ভবিষ্যৎ রয়েছে। তাদের সঠিক পথ দেখালে উইন্ডিজ ভালো করবে।'

ভারতের বিপক্ষে অধিনায়ক জেসন হোল্ডারের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে তার বোলারদের পরিবর্তন। তবে অধিনায়কের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেই জানান রোচ, 'আমার অধিনায়কের উপর আস্থা রয়েছে। গত কয়েক বছর ধরে সে দারুণ নেতৃত্ব দিচ্ছে। এবং বোলিংও করছে। তবে এদিন আমরা ভারতের মিডল অর্ডারকে সে অর্থে আটকাতে পারিনি। কারণ এটা স্লো পিচ ছিল। ছিল সঠিক জায়গায় বল করার ধারাবাহিকতাটাই মূল।'

'তবে আমরা খারাপ করিনি। ভালো ছন্দে বল করেছি। আমি গর্বিত আমার আঙুল বেশ মিতব্যয়ী ছিল। জেসনও ভালো বল করেছে। সত্যি কথা আমার বোলাররা ভালো করেছি। ভারতকে ২৬৮ রানে আটকে রাখা অবশ্যই ভালো। যেটা আমার মনে হয়েছে চেজ করার মতো ছিল। ভারত ভালো দল। তারা স্মার্ট, তারা জানে কীভাবে কি করতে হবে।' - যোগ করে আরও বলেন রোচ।

চলতি বিশ্বকাপে মাত্র ৩টি ম্যাচে খেলেছেন রোচ। পাকিস্তানকে প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে আটকে দেওয়া দলটির এমন শুরুর পর বিবর্ণ বিদায়ের অবশ্য কোন কারণ বলতে পারেননি এ পেসার। নেননি কোন অজুহাতের আশ্রয়ও, 'এটা বলা খুব কঠিন। পাকিস্তানের বিপক্ষে এমন শুরুর পর দলের সবাই খুব আত্মবিশ্বাসী ছিল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খুব ক্লোজও ছিল। আপনাকে লাইনটা পার হতে হবে এবং আত্মবিশ্বাস সঞ্চয় করতে হবে।'

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

3h ago