বেয়ারস্টোর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
আফগানিস্তানের বিপক্ষে নার্ভাস নাইন্টিজে গিয়ে আউট হয়েছেন। আরও বেশ কয়েকটি ম্যাচে আশা জাগিয়েও ইনিংস লম্বা করতে পারেননি। তবে ইংলিশদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন ওপেনার জনি বেয়ারস্টো। করলেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করেই রানের পাহাড় গড়ার পথে রয়েছে ইংল্যান্ড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ২০৪ রান। ১১৩ রানে ব্যাট করছেন বেয়ারস্টো। আরেক অপরাজিত ব্যাটসম্যান জো রুট উইকেটে আছেন ১৮ রানে।
বার্মিংহ্যামে এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। মাঠে নামার আগেই সুসংবাদ পায় দলটি। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরলেন জেসন রয়। শুধু ফিরলেনই না, ইংল্যান্ডের সুসময়ও যেন ফিরিয়ে আনলেন। বেয়ারস্টোর সঙ্গে দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। ওপেনিং জুটিতেই আসে ১৬০ রান। এমন জুটির পর ইংলিশদের আত্মবিশ্বাসও পৌঁছায় অনেক উঁচুতে।
অতিরিক্ত ফিল্ডার রবিন্দ্র জাদেজার দারুণ ক্যাচে ভাঙে ইংলিশদের ওপেনিং জুটি। লংঅনে দারুণ ক্যাচ ধরেছেন তিনি। ৫৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন রয়। তবে আউট হতে পারতেন আরও আগে। ১১তম ওভারের পঞ্চম বলে ভুলটা করে ফেললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার করা সে বলে রয়ের গ্লাভস ছুঁয়ে গেল উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার দিলেন ওয়াইড। তবে রিপ্লেতে দেখা আউট ছিলেন রয়। রিভিউ নিলে ৪৯ রানেই ভাঙত ইংলিশদের ওপেনিং জুটি।
দ্বিতীয় উইকেটেও রুটকে নিয়ে দারুণ ব্যাট করে যাচ্ছেন বেয়ারস্টো। এর মধ্যে নিজের সেঞ্চুরিও তুলে নিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার অষ্টম সেঞ্চুরি হলেও বিশ্বকাপে প্রথম। চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ৯০ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ৮টি চার ও ৬টি ছক্কায় এ রান করেন তিনি।
Comments