দেরি করে অন্যরকম বিড়ম্বনায় সাইফুদ্দিন

Mohammad Saifuddin
টিম বাস মিস করে আলাদাভাবে অনুশীলনে যাচ্ছেন সাইফুদ্দিন। ছবি: স্টার

দুপুর ১টা থেকে দলের অনুশীলন। সময়মত মাঠে পৌঁছানোর তাড়ায় কোর্টনি ওয়ালশকে টিম হোটেলের সামনে তাই তড়িঘড়ি করে কথা বলতে হলো সংবাদ মাধ্যমের সঙ্গে। ডানে-বায়ে না তাকিয়ে একে একে বাসে উঠলেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। ওয়ালশ উঠতেই ছেড়ে গেল বাস। কিন্তু খানিকপর দেখা গেল হোটেল থেকে বেরিয়ে এসে অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না, টিম বাসও অপেক্ষা করল না সাইফুদ্দিনের জন্য।

অপ্রস্তুত সাইফ খানিকক্ষণ দাঁড়িয়ে ঢুকে গেলেন ভেতরে। অবশ্য এই সংকট থেকে মিনিট পনেরোর মধ্যেই বেরুতে পেরেছেন তিনি। আইসিসির ব্যবস্থাপনায় আলাদা গাড়িতে করে তাকে টিম হোটেল থেকে অনুশীলন গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। সময়ময় টিম বাসে উঠতে কেন দেরি হলো সাইফুদ্দিনের, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

এজবাস্টনে রোববার ভারত-ইংল্যান্ডের ম্যাচ থাকায় মূল মাঠে অনুশীলন করতে পারছে না বাংলাদেশ। মাঠের পাশেই আইসিসির নির্ধারিত অনুশীলন গ্রাউন্ডে স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মাশরাফি মর্তুজাদের নিবিড় অনুশীলন। পাঁচদিনের বিরতি থাকায় মূল ম্যাচের আগে এই অনুশীলন সেশনই দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানকে হারানোর পর ক্রিকেটারদের দেওয়া হয় টানা পাঁচদিনের ছুটি। এইসময়টা একদমই ক্রিকেটের বাইরে ছিলেন সবাই। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা ঘুরে বেড়িয়েছেন লন্ডনে। বার্মিংহামে এলেও অধিনায়ক মাশরাফি, মেহেদী হাসান মিরাজরাও ঘুরে এসেছে ইংলিশ গ্রাম আর হৃদে। টিম হোটেলে থাকলেও বার্মিংহাম শহরে ছুটির আমেজে সময় কেটেছে সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনদের।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে টানা খেলার ধকল সামলাতে এই বিরতিটা ভীষণ দরকার ছিল বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই ফুরফুরে হয়েই অনুশীলনে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তান ম্যাচে পায়ের পেশিতে চোট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এই বিশ্রামে সেরে উঠেছেন অনেকটাই। বিশ্রামের পর দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন তিনিও।

মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে নামার আগে সোমবার মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English

New polls timing: BNP upbeat, process irks Jamaat, NCP

The interim government’s revised election timeline with certain conditions has stirred cautious optimism as well as raised questions among  political parties.

9h ago