এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

Ershad
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। ছবি: ফাইল ফটো

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

আজ (১ জুলাই) জিএম কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, “এরশাদ-এর শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।”

তিনি বলেন, “এরশাদের ফুসফুসে পানি জমার কারণে তার কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিলো। যে কারণেই তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।”

“এরশাদের ফুসফুস সংক্রমণ কমেছে কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তার সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে,” বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, গত ২৭ জুন সকালে এরশাদ অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সাথে এরশাদের চিকিৎসা দিচ্ছেন।

চিকিৎসকরা মনে করছেন, এরশাদের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালেই সম্ভব। তবে, চিকিৎসকরা পরামর্শ দিলে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পৃথিবীর যেকোনো দেশেই পাঠানোর প্রস্তুতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাস-প্রশ্বাসে সমস্যার কারণে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

এর আগে গত ২৯ জুন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, গত তিন দিনে তার ভাইয়ের শারীরিক অবস্থা ৫০ ভাগ উন্নত হয়েছে।

রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago