দুদকের তলবে হাজির হননি ডিআইজি মিজান
ব্যক্তিগত কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।
আজ (১ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘুষ কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে আজ সকাল ১০টায় আলোচিত এই ডিআইজিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলো দুদক।
এদিকে, বিকালে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে কমিশনের সাময়িক বরখাস্তকৃত পরিচালক এনামুল বাছিরকে।
গত ২৪ জুন মিজান ও বাছিরকে তলব করে নোটিশ দেওয়া হয়েছিলো।
Comments