গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আধা বেলা বাম জোটের হরতাল

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই সারাদেশে সকাল-দুপুর আধা বেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

আজ সোমবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে হরতালের কথা ঘোষণা করা হয়। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবেন তারা।

বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, সরকার গ্যাসের দাম অযৌক্তিভাবে বৃদ্ধি করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ৭ জুলাই আমরা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করব।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গতকাল রোববার সব ধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গ্যাসের বাড়তি দাম আজ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

রান্নাঘরে যাদের গ্যাসের চুলায় একটি বার্নার, তারা এত দিন মাসে বিল দিতেন ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে তাদের ব্যয় হবে ৯২৫ টাকা। অন্যদিকে দুই বার্নারের চুলায় বিল দিত হতো ৮০০ টাকা। এখন তাদের দিতে হবে ৯৭৫ টাকা। উভয় ক্ষেত্রে খরচ বাড়ল ১৭৫ টাকা।

বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি সিএনজির দামও বেড়েছে। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম ৩ টাকা বেড়ে ৪০ টাকার গ্যাসের দাম হয়েছে ৪৩টাকা।

 

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

1h ago