নারায়ণগঞ্জে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

Arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন সংশ্লিষ্ট চার জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, জাসদ (ইনু) সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি এসএম মাসুদ রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক জহির ও ইলিয়াস মোল্লা ইলু।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, এরা দীর্ঘদিন ধরে মহাসড়কসহ সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন পরিবহন থেকে ২০ হাজার টাকা ও ফুটপাত থেকে ৩০ হাজার টাকা তুলত চাঁদাবাজরা। গ্রেপ্তার করার সময় এ চার চাঁদাবাজের কাছ থেকে আটটি মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় থেকে অভিযান চালিয়ে ১৩ জন পরিবহন চাঁদাবাজকে আটক করে র‌্যাব-১১। চাঁদাবাজদের বিরুদ্ধে ১ জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হওয়া চার জনের নাম ছিল। এ ছাড়াও তাদের বিরুদ্ধে পুরনো চাঁদাবাজির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago