এরশাদের ফুসফুস, কিডনির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে: জিএম কাদের
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ফুসফুস, কিডনির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাদের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, গত তিনদিন ধরে এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও তার ফুসফুস ও কিডনির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তিনি আরো বলেন, এই ধারা আগামী ২/৩ দিন অব্যাহত থাকলে এরশাদ সুস্থ হয়ে উঠবেন।
আজ বেলা ১১টার দিকে কাদের সিএমএইচ-এ এরশাদের কাছে গিয়ে কথা বলেছেন, কপালে হাত দিয়েছেন। তখন হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তার কথা শুনেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Comments