৮ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার এক আসামি নিহত হয়েছেন।
আজ (৪ জুলাই) ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ (৩১)। বেড়া উপজেলার অধিবাসী ওয়ালিউল্লাহর বিরুদ্ধে আটটি ডাকাতি এবং মাদক চোরাকারবারির মামলা রয়েছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীদ মাহমুদের বরাত দিয়ে আমাদের পাবনা সংবাদদাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিউল্লাহকে গতরাতে বেড়া পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ জোরদা এলাকায় অভিযান চালায়।
ঘটনাস্থলে পৌঁছানোর পর ওয়ালিউল্লার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এরপর গুলিবিদ্ধ ওয়ালিউল্লাহকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
সেসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি শুটারগান, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
Comments