পিএসজি ছেড়ে জুভেন্তাসে ফিরলেন বুফন
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) মাত্র এক মৌসুম কাটিয়ে ফের ঘরে ফিরছে ঘরের ছেলে। বলা হচ্ছে, ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের কথা। এক বছরের চুক্তিতে আবার জুভেন্তাসে যোগ দিয়েছেন তিনি।
বর্তমান ইতালিয়ান সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের ইতি টেনে গেল মৌসুমের শুরুতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন জিজি বুফন। কিন্তু সেখানে আলফোনসো আরেওলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে ওঠেননি তিনি। মূলত পিএসজির রিজার্ভ গোলরক্ষকের ভূমিকায় ছিলেন ৪১ বছর বয়সী তারকা।
আজ (৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করে বুফনের ক্লাবে ফেরার ও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তুরিনের ওল্ড লেডি খ্যাত ক্লাবটি। ক্যাপশনে তারা লিখেছে, ‘ঘরে স্বাগতম, জিজি’।
OFFICIAL| @gianluigibuffon is back in Bianconero!
Welcome home, Gigi!
➡️https://t.co/He2dq1mZbn #WelcomeBackGigi #LiveAhead pic.twitter.com/zIzTOMIvM6— JuventusFC (@juventusfcen) July 4, 2019
জুভদের পক্ষ থেকে এক আবেগঘন বার্তায় জানানো হয়েছে, ‘এটা ছিল ২০১৮ সালের ১৯ মে। যখন জিজি বিদায় বলেছিল, তখন জুভেন্তাস ও এর সমর্থকদের চোখ অশ্রুসিক্ত হয়েছিল। জিজিও একই পরিস্থিতিতে ছিল। এমন একজনকে বিদায় জানাতে হয়েছিল যে শুধু একজন দলনেতাই ছিল না, বরং একজন কিংবদন্তি ও ক্লাবের প্রতীকের ন্যায় ছিল।’
‘সম্ভবত আমরা প্রত্যেকেই আশা করছিলাম, আসলে আমরা জানতাম, যে সুতো এত বছর ধরে আমাদের বেঁধে রেখেছে, তা ছিঁড়ে যাওয়ার নয়। আর সেটাই ঘটেছে।’
‘প্যারিস সেন্ট জার্মেইতে এক বছর কাটানোর পর জিজি আনুষ্ঠানিকভাবে জুভেন্তাসে ফিরে এসেছে।’
Comments