‘মাশরাফি না থাকলেও এগিয়ে যেতে হবে’
মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন কিনা, তা বলার অবস্থায় নেই কোচ স্টিভ রোডস। তাই তাকে ঘুরিয়ে প্রশ্ন শ্রীলঙ্কা সফরে কি তাকে আশা করছেন? কোচ এক্ষেত্রে দিলেন কূটনৈতিক জবাব। তাতেও তার মনে রইল দ্বিধা। পরে নিজ থেকেই প্রসঙ্গ ফিরিয়ে মাশরাফির থাকা না থাকা নিয়ে বিভ্রান্তি যাতে না ছড়ায়, ব্যাখ্যা দিলেন আবার।
শুক্রবার লর্ডসে বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামার আগে আলোচনায় এসেছে মাশরাফির অবসর প্রসঙ্গ। এই ম্যাচই কি মাশরাফির শেষ নাকি খেলবেন এরপরেও। বিশ্বকাপের পর পরই চলতি মাসে তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের।
সেই সিরিজে কোচ কি অধিনায়ককে চাইবেন? জবাবে মাশরাফি খেলা না খেলা দুটোতেই ইতিবাচক সায় দিলেন তিনি, ‘ম্যাশ আমাদের নেতা। ও যদি শ্রীলঙ্কার বিমানে ওঠে, সেটা হবে দারুণ ব্যাপার। যদি সে অন্যরকম কিছুও ভাবে, সেটাও ভালো। তখনও এগিয়ে যেতে হবে। জীবন এরকমই। সে আমাদের সঙ্গে থাকলে অসাধারণ ব্যাপার। সেটিকে বিবেচনায় নিয়েই শ্রীলঙ্কায় ম্যাচ জিততে হবে। সে না থাকলেও এগিয়ে যেতে হবে।’
সংবাদ সম্মেলন শেষে কোচের মনে হলো তার আগের কথায় তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি। ছড়াতে পারে বিভ্রান্তি। ‘মাশরাফি ছাড়াই এগিয়ে যাবে বাংলাদেশ’ কথার মানে যেন এমনটা না দাঁড়ায় সেজন্য আবার ফিরলেন আগের প্রসঙ্গে, ‘মাশরাফিকে নিয়ে আমাকে আবার বলতে হবে, কারণ আমি জানি আপনারা এই কথা শিরোনাম করে ফেলবেন। আসলে আমি যা বলতে চাইছি, ও যদি শ্রীলঙ্কায় না যায়, তবুও তো আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে আমাদের যেতেই হবে। তাকে ছাড়াও একদিন বাংলাদেশকে চলতে হবে। সেটা বিশ্বকাপের পরে হোক বা এক বছর পরে হোক কিংবা যেকোনো সময় হোক। তার শূন্যতা পূরণ করা কঠিন, তবু বাস্তবতা মেনে এগুতেই হবে। ’
Comments