বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স

সাকিব আল হাসান ছিলেন এক কথায় অবিশ্বাস্য। বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক আসরে ছয়শোর বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি। আট ম্যাচের সাত ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান এসেছে তার ব্যাট থেকে। মুশফিকুর রহিমও বিরতি দিয়ে ভালোই রান পেয়েছেন। কিন্তু তামিম ইকবাল উপহার দিয়েছেন কেবল সীমাহীন হতাশা।
shakib
ছবি: আইসিসি

সাকিব আল হাসান ছিলেন এক কথায় অবিশ্বাস্য। বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক আসরে ছয়শোর বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি। আট ম্যাচের সাত ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান এসেছে তার ব্যাট থেকে। মুশফিকুর রহিমও বিরতি দিয়ে ভালোই রান পেয়েছেন। কিন্তু তামিম ইকবাল উপহার দিয়েছেন কেবল সীমাহীন হতাশা।

সাকিব, মুশফিক, তামিমের পর এবারের বিশ্বকাপে বাংলাদেশের রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে আছেন মাহমুদউল্লাহ। অর্থাৎ অভিজ্ঞরাই এগিয়ে রান তোলায়। তাদের বাইরে কেবল লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। সৌম্য সরকার সব ম্যাচ খেলে মারমুখি ব্যাটিং করলেও ইনিংস লম্বা করতে পারেননি।

নাম

ম্যাচ

রান

গড়

স্ট্রাইক রেট

সর্বোচ্চ

৫০

১০০

সাকিব আল হাসান

৬০৬

৮৬.৫৭

৯৬.০৩

১২৪*

মুশফিকুর রহিম

৩৬৭

৫২.৪২

৯২.৬৭

১০২*

তামিম ইকবাল

২৩৫

২৯.৩৭

৭১.৬৪

৬২

মাহমুদউল্লাহ

২১৯

৪৩.৮০

৮৯.৭৫

৬৯

লিটন দাস

১৮৪

৪৬.০০

১১০.১৭

৯৪*

সৌম্য সরকার

১৬৬

২০.৭৫

১০১.২১

৪২

মোসাদ্দেক হোসেন

১১৭

১৯.৫০

১০৬.৩৬

৩৫

মোহাম্মদ সাইফউদ্দিন

৮৭

২৯.০০

১২০.৮৩

৫১*

মোহাম্মদ মিঠুন

৪৭

১৫.৬৬

৮৩.৯২

২৬

মেহেদী হাসান মিরাজ

৩৭

১২.৩৩

১১২.১২

১২

সাব্বির রহমান

৩৬

১৮.০০

৯৭.২৯

৩৬

মাশরাফি বিন মর্তুজা

৩৪

৮.৫০

৯৭.১৪

১৫

রুবেল হোসেন

৯.০০

৮১.৮১

মোস্তাফিজুর রহমান

০.৩৩

১৪.২৮

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago