অশালীন ছবি প্রকাশিত হওয়ায় আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ছবি প্রকাশিত হওয়ায় ক্ষোভে, দুঃখে-অপমানে সাতক্ষীরার এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এ ঘটনায় অপর এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (৫ জুলাই) দুপুরে আত্মহত্যা-চেষ্টার ঘটনাটি ঘটে সাতক্ষীরা সদর উপজেলার একটি গ্রামে। অসুস্থ ওই কলেজ ছাত্রী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেদিন রাত ১১টার দিকে পুলিশ অপর এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করে।
আত্মহননের চেষ্টাকারী কলেজ ছাত্রীর বাবা জানান, একদিন ঘরে কাপড় পাল্টানোর সময় এক প্রতিবেশী ও মেয়ের বান্ধবী তার মেয়ের ছবি তোলে।
মেয়ের সেই বান্ধবীর মা ভারতের মুম্বাইয়ে কাজ করে উল্লেখ করে তিনি আরো জানান, সেই মেয়েটি তার মেয়েকে মুম্বাই যাওয়ার প্রস্তাব দিয়ে বলে সেখানে গেলে সে অনেক টাকা আয় করতে পারবে। কিন্তু, তার মেয়ে যেতে রাজি না হলে অশালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে তার মেয়ের কাছে টাকা দাবি করা হয় বলেও জানান মেয়ের বাবা। বলেন, বাধ্য হয়ে মেয়েটি তার বান্ধবীকে কোনো অশালীন ছবি প্রকাশ না করার শর্তে দেড় হাজার টাকা দেয়।
তিনি আরও জানান, গত ২ জুলাই জানা যায় তার মেয়ের অশালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তার মেয়ে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয়।
একপর্যায়ে গতকাল বেলা তিনটার দিকে তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেসময় মেয়ের মা ঘটনাটি জানতে পেয়ে বাড়ির অন্যদের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, একজন কলেজ ছাত্রীর অশালীন ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে- এমন অভিযোগে ওই ছাত্রীর বাবা গতকাল রাত আটটার দিকে অপর এক ছাত্রী এবং তার খালাত ভাইয়ের নামে থানায় মামলা করে। পুলিশ আসামি ছাত্রীকে রাত ১১টার দিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
তবে গ্রেপ্তারকৃত ছাত্রীর দাবি, তিনি তার বান্ধবীর সম্মতিতে ছবিটি তুলেছিলেন। পরে ওই ছবি ম্যাসেঞ্জার থেকে মুছে ফেলা হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িত নয় দাবি করে আরও বলেন যে হেয় প্রতিপন্ন করতেই তার নামে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।
Comments