গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে চলছে আধা-বেলা হরতাল

৭ জুলাই ২০১৯, রাজধানীর শাহবাগ মোড়ে হরতালকারীদের অবস্থান। ছবি: প্রবীর দাশ

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ (৭ জুলাই) সারাদেশে আধা-বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ)। হরতাল কর্মসূচি পালন করতে জোটের নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেটিং করতে দেখ যায়।

আটটি বাম ঘরনার রাজনৈতিক দলের জোট এডিএর কর্মীদের সকাল ৯টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে একটি বাস থামিয়ে ভাঙচুর করতে দেখা যায়। এর ফলে সেই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, পুলিশ সেই এলাকা থেকে দুইজন বিক্ষোভকারীকে আটক করলেও মিনিট দশেক পর তাদের ছেড়ে দেয়।

এছাড়াও, আমাদের আলোকচিত্রী রাজধানীর শাহবাগ মোড়ে হরতালকারীদের অবস্থান নেওয়ার খবর জানান।

Shahbagh hartal
৭ জুলাই ২০১৯, বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা-বেলা হরতাল চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে যান চলাচল থামিয়ে অবস্থান নেয় হরতালকারীরা। ছবি: প্রবীর দাশ

সরকার গ্যাসের দাম অবৈধভাবে বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে জোটের নেতারা বলেন, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রতিদিনকার খরচ বাড়িয়ে দিবে এবং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে।

সারাদেশে হরতাল ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে  বলেও তারা জানান।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff, a slight reduction from an earlier 37 percent rate but still punishingly high, places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago