শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ (৭ জুলাই) সারাদেশে আধা-বেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। সকাল ছয়টায় হরতাল শুরু হওয়ার পর বামঘেঁষা দলগুলোর সমর্থকরা রাজধানীর শাহবাগ ও পল্টন মোড় অবরোধ করে রাখলেও, বর্তমানে সেসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজধানীর শাহবাগ মোড় থেকে আমাদের সংবাদদাতা জানান, হরতাল পালনকারীরা দুপুর ১২টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে পল্টনের দিকে যাওয়ার পর সেখানকার যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সকাল ৯টার দিকে পুরানা পল্টন মোড়ে একটি বাস থামিয়ে এর জানালার কাঁচ ভাঙ্গা হলে সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজন বিক্ষোভকারীকে আটক করলেও মিনিট দশেক পরে তাদের ছেড়ে দেয়।
এর আগে, সেই এলাকায় একজন মোটরসাইকেল চালককে থামতে বলা হলে তিনি থামতে রাজি না হওয়ায় তাকে হেনস্থা করতে দেখা যায়।
আরও পড়ুন:
Comments