ব্রিজ ভেঙে খালে ট্রাক
সিলেটের গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও একটি সিমেন্টবোঝাই ট্রাক সেতুটি পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটিও গিয়ে পড়েছে খালের পানিতে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনায় উপজেলা সদরের সঙ্গে বেশ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে জনদুর্ভোগ। যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় ভাঙা সেতুর রেলিং বেয়ে লোকজনকে পারাপার হতে দেখা গেছে।
Comments