টঙ্গীতে ৯ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শুভ আহম্মেদ (১৫) ফকির মাকের্ট এলাকার মো. রাজু মিয়ার ছেলে। সে বিসিকের একটি স্কুলের বিজ্ঞান শাখার ছাত্র ছিল।
সোমবার রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে, এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে শুভ তার বাবার কাছ থেকে টাকা নিয়ে চুল কাটার কথা বলে বাইরে যায়। রাত ২টার দিকে মায়ের ফোনে থানা থেকে তার মৃত্যুর খবর দেওয়া হয়।
শুভর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত এবং মাথায় ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহভাজন হত্যাকারীদের সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি স্বজনরা।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ।
Comments