নারী-শিশু নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

৯ জুলাই ২০১৯, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে নারী-শিশু নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: পলাশ খান

নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে আজ (৯ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।

সেসময় তারা মুখে কাপড় বেঁধে নিপীড়নবিরোধী স্লোগান-সম্বলিত ব্যানার বহন করেন। কোনো কোনো ব্যানারে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

2h ago