এক সঙ্গে দুই প্রেম, প্রেমিক গেলেন শ্রীঘরে
একই সঙ্গে দুই কিশোরীর সঙ্গে প্রেম ও তাদের একজনকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মিজানুর রহমান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামে।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, এলাকার এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল মিজানুরের। কিন্তু সম্প্রতি বিয়ের চাপ দিলে মিজানুর টালবাহানা শুরু করেন। গত রোববার ওই ছাত্রী মিজানুরের বাড়িতে গেলে মিজানুর তার দ্বিতীয় প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান।
রোববারই দুই ছাত্রীর অভিভাবকই একসঙ্গে শিবগঞ্জ থানায় অভিযোগ করেন। পরদিন শিবগঞ্জের দাদনচক এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয় মিজানুরকে। এসময় তার সঙ্গে দ্বিতীয় প্রেমিকা ছিলেন। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আর মিজানুরকে পাঠানো হয়েছে জেল হাজতে।
Comments