১০০ টাকায় ২২৬ জনের পুলিশে চাকরি

মুন্সীগঞ্জে পুলিশের নতুন ২২৬ জন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার। ছবি: স্টার

মাত্র ১০০ টাকা করে খরচ করে ২২৬ জন পুলিশে চাকরি পেয়েছেন মুন্সীগঞ্জে। কোন রকম তদবির, দালাল বা ঘুষ ছাড়াই এই চাকরি হয়েছে। তাই এদের মধ্যে অধিকাংশই দরিদ্র ও মেধাবী।

বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর সহস্রাধিক প্রার্থী থেকে এই ২২৬ জনকে পুলিশ কনস্টেবল হিসাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ৪২ জন নারী ও ৩২ জন এতিম।

এ উপলক্ষে মঙ্গলবার পুলিশ সুপারের সভা কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এখানে অভিভাবকদের সঙ্গে চাকরি প্রাপ্তরা উপস্থিত ছিলেন। অনেকেই আবেগঘন বক্তব্য রাখেন। রিকশা-ভ্যান চালক, চা বিক্রেতাদের সন্তানরাও চাকরি পেয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। আশা প্রকাশ করে তিনি বলেন, সরকারি চাকরির এই স্বচ্ছতা দৃষ্টান্ত হিসেবে ছড়িয়ে পড়বে।

পুলিশ সুপার বলেন, আবেদন করতে যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হয়েছে, এই টাকাটাই আসল খরচ। আর কোন রকমের অতিরিক্ত খরচ ছিল না।

Comments