জলবায়ু সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ সেরা শিক্ষক: বান কি-মুন
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে সেরা শিক্ষক হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
জলবায়ু সঙ্কট মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে ঢাকায় আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি আজ (১০ জুলাই) এ কথা বলেন।
বান কি-মুন বলেন, “আমরা এখানে এসেছি জলবায়ু সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা শুনতে ও জানতে। এ ক্ষেত্রে যারা জলবায়ু পরিবর্তনের প্রাথমিক শিকার তারা আমাদের সেরা শিক্ষক এবং তারা খোলা মনে আমাদের শেখাবেন।”
তিনি মনে করেন, বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশ রয়েছে যারা সারা পৃথিবীকে এ বিষয়ে শেখাতে পারে। তাদের মধ্যে বাংলাদেশ হলো সেরা। জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, “২০৫০ সালের মধ্যে সাগরের উচ্চতা মাত্র ১ মিটার বৃদ্ধি পেলেই বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাবে।”
আইপিসিসির বরাত দিয়ে তিনি আরো বলেন যে সাগরের উচ্চতা সামান্য বৃদ্ধি পেলেই রাজধানী শহর ঢাকাও জলমগ্ন হয়ে পড়বে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্শাল আইল্যান্ডসের রাষ্ট্রপতি হিলদা হিনে এবং বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা।
Comments